মেনু
অর্থনীতি

ঈদের আগে সঞ্চিত অর্থে মাংস উৎসব চালাবে তারা

সালমা রহমান

প্রকাশ: 30 Mar, 2025 12:10 PM
ঈদের আগে সঞ্চিত অর্থে মাংস উৎসব চালাবে তারা

ঈদের আনন্দে দরিদ্র পরিবারদের কাছে তাজা মাংস পৌঁছে দিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বছরের বাকি মাসে মাসিক সঞ্চয় কাঠামোর মাধ্যমে তহবিল গঠন করে। এবার তারা লক্ষাধিক টাকার কেনা হাঁস-মুরগি ও গরুর মাংস বিতরণ করবে। সংগঠনের সভাপতি বলেন, “ঈদে পূর্ণমূল্য ভোজন নিশ্চিত করা আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব।” পূর্বেও তারা শিক্ষাবৃত্তি ও স্বাস্থ্যকর্মীদের জন্য মেডিক্যাল হেল্পডেস্ক গঠন করেছিল।

মন্তব্য 0

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।

এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!

সম্পর্কিত খবর