এইমাত্র
সায়মা আক্তার
প্রকাশ: 29 Apr, 2025 10:10 PM
বাংলাদেশ রেলের ৩০টি ‘ক্লাস ৩০০০’ মিটারগেজ লোকোমোটিভ ইঞ্জিনের একটির পর একটি বিকল হওয়ায় দীর্ঘদিনের সংকট তৈরি হয়েছিল। এই অনুষঙ্গে কোরিয়া সরকার ৪৪ কোটি ৯২ লাখ টাকার অনুদান প্রকল্প ঘোষণা করেছে, যা মোট ৩০টি ইঞ্জিনের পরিস্থিতি সামাল দিতে হুন্দাইয়ের কারিগরি প্রশিক্ষণ, যন্ত্রাংশ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণ পদ্ধতিতে প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এতে দুর্যোগ মোকাবেলায় আধুনিক সরঞ্জাম ও মানসম্মত কারিগরি সহায়তা নিশ্চিত করা হবে এবং ইঞ্জিনগুলোর স্থায়ীত্ব বৃদ্ধি পাবে, যা দেশের সমগ্র রেলপরিবহনে দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে।
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!