এইমাত্র
শাবনূর করিম
প্রকাশ: 20 May, 2025 12:10 PM
স্বল্পোন্নত দেশের মর্যাদা থাকায় ২০১৬ সাল পর্যন্ত পেটেন্টবিহীন ওষুধ জেনেরিক ফর্মে উত্পাদনের সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। এর ফলে দেশীয় ফার্মা সেক্টর দ্রুত বসতি গড়ে তুলেছে, তবে উচ্চমূল্যের ইনোভেটিভ ওষুধের অভাবে রোগীরা প্রতিকূল অবস্থায় পড়ে। ভবিষ্যতে R&D তহবিল বৃদ্ধির পাশাপাশি বিশ্বমানের GMP প্ল্যান্ট নির্মাণ, আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও ক্লিনিকাল ট্রায়ালে অংশগ্রহণ নিশ্চিত করতে হলে নীতি ও প্রণোদনার সংযোজন অপরিহার্য। এদের সমন্বয়ে শুধুমাত্র ওষুধ উৎপাদন নয়, গ্লোবাল পার্টনারশিপের ভিত্তিতে শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব।
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!