মেনু
আইন ও আদালত

উদ্বোধন হলো যমুনা রেলসেতু, সুফল পাবে উত্তরের ১৬ জেলা

নাজমুল হাসান

প্রকাশ: 20 Mar, 2025 12:10 AM
উদ্বোধন হলো যমুনা রেলসেতু, সুফল পাবে উত্তরের ১৬ জেলা

প্রধানমন্ত্রী আজ হস্তান্তর অনুষ্ঠানে যমুনা রেলসেতু উদ্বোধন করেছেন, যা যাত্রাবাড়ি থেকে সাভার, টাঙ্গাইল পর্যন্ত ৬.১৫ কিমি দৈর্ঘ্য অতিক্রম করে। এই সেতু উদ্বোধিত হওয়ার ফলে উত্তরাঞ্চলের ১৬ জেলা মালবাহী ও যাত্রীবাহী ট্রেন যোগাযোগে ৪০% সময় সাশ্রয় হবে। কৃষি ও শিল্পপণ্য দ্রুত ঢাকায় পৌঁছাবে, পর্যটন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় বাণিজ্যিক কার্যক্রমে প্রাণবন্ততা ফিরে আসবে। অবকাঠামো উন্নয়নের পরবর্তী পর্যায়েও স্টেশন জুড়ে আধুনিকায়ন প্রকল্প পরিকল্পিত হয়েছে।

মন্তব্য 0

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।

এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!

সম্পর্কিত খবর