এইমাত্র
আব্দুল্লাহ আল নোমান
প্রকাশ: 27 Apr, 2025 10:10 AM
জাতীয় গ্রিডে গভীর রাতের ত্রুটির কারণে দেশের দক্ষিণাঞ্চলের অন্তত ২১ জেলায় প্রায় দুইঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এফসিসির বিস্তারিত প্রতিবেদনে জানা গেছে, একাধিক সাবস্টেশনের মধ্যে হঠাৎ ফিডার লাইন ভেঙে যাওয়ায় এই ব্ল্যাকআউট ঘটে। শিল্পকারখানা, হাসপাতাল ও জরুরি সেবা বিপাকে পড়ে। সংস্কারের পর নিয়মিত রুটিন অনুযায়ী লাইন চালু হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়। বিভাগীয় কর্মীরা দ্রুত বিকল্প ট্রান্সফার লাইন স্থাপন ও মেরামতের কাজ সম্পন্ন করেন।
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!