মেনু
আইন ও আদালত

এক যুগেও শেষ হয়নি বিচার, মেলেনি অনেকের খোঁজ

সাদিয়া জাহান

প্রকাশ: 24 Apr, 2025 10:10 PM
এক যুগেও শেষ হয়নি বিচার, মেলেনি অনেকের খোঁজ

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজার নয় তলা ভবন ধসে ১১৩৪ জন প্রাণহানি এবং দুই হাজারের বেশি আহত হয়েছিলেন। পঁচিশটি অস্বীকৃত কারখানা লাইসেন্স, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও দুর্নীতির বিরুদ্ধে দিয়ে দুটি হত্যা মামলা ও একটি ইমারত নির্মাণ আইনের মামলা দায়ের হয়। এখন, এক যুগ পেরিয়ে গেছে, হত্যাকাণ্ড মামলার সাক্ষ্যগ্রহণ অল্পই এগিয়েছে, আর ইমারত মামলায় স্থগিতাদেশের মধ্যে রয়েছে। হতভাগ্য শ্রমিকদের পরিবার আজও ন্যায়বিচারের অপেক্ষায়, অনেকের ঠিকানা এবং দায়ী ব্যক্তিদের সন্ধান মেলেনি। এই দীর্ঘ নিরাশার মধ্যে মানবাধিকার সংগঠনগুলো বিচার অবরোধ পুনঃনির্ধারণের বিকল্প খুঁজছে।

মন্তব্য 0

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।

এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!

সম্পর্কিত খবর