মেনু
জাতীয়

যানজট নয়, ডাকাতিই সড়কে বড় আতঙ্ক

সালাহউদ্দিন ইমন

প্রকাশ: 16 Mar, 2025 06:10 PM
যানজট নয়, ডাকাতিই সড়কে বড় আতঙ্ক

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ঢাকা-রাজশাহী, রাজশাহী-নওগাঁ ও রাজশাহী-বগুড়া মহাসড়কে জলদস্যু দস্যুরা বাস ও ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে ডাকাতি চালানোর ফলে সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। গত তিন মাসে এসব পথে ডাক্তুরি, ছোড়া ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলে অভিযোগ ওঠেছে। পরিবহন মালিক সমিতি প্রশাসন ও আইন প্রণেতাদের উদ্দেশে নিরাপত্তা জোরদার করার আবেদন জানিয়েছে।

মন্তব্য 0

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।

এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!

সম্পর্কিত খবর