মেনু
জাতীয়

সাঙ্গাকারার টোটকাতেই সাকিবের বাজিমাত

মো. জাহিদ হাসান

প্রকাশ: 28 Dec, 2025 12:07 PM
সাঙ্গাকারার টোটকাতেই সাকিবের বাজিমাত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১৪ মাস দূরে থাকলেও সাকিব আল হাসানকে দেখে কি সেটা বোঝার উপায় আছে! পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিসহ (আইএল টি-টোয়েন্টি) ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলোতে সাকিব এখনো দুর্দান্ত। কখনো ব্যাটিংয়ে, কখনোবা বাঁহাতের ঘূর্ণিতে ব্যাটারদের পরাস্ত করছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

https://waveseller.com/

এমআই এমিরেটস-দুবাই ক্যাপিটালস ম্যাচের আগে আইএল টি-টোয়েন্টির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সাকিবকে নিয়ে ২ মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সেখানে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার কথা উল্লেখ করেছেন। সাকিব বলেন, ‘নেটে আমি অনেক সময় দিচ্ছি। শরীরের কার্যকারিতা বেশি কমে গেলে বেশি অনুশীলনের প্রয়োজন হয়।সাঙ্গাকারা তিন বছর আগে এটা বলেছিলেন আমাকে। সেটা আমি এখন বুঝতে পারছি।’

ADVERTISEMENT
300 x 250 Banner Area

This is where your AdSense code would be injected.

আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, প্রতিযোগিতামূলক ক্রিকেটেও সাকিব অসংখ্য রেকর্ড গড়েছেন। মাঝে ব্রেক পড়লেও যখন তিনি ফেরেন, তখন ফেরেন চ্যাম্পিয়নের মতো। এবারের আইএল টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে তেমন কিছু করার সুযোগ না পেলেও তাঁর বোলিংটা হচ্ছে দুর্দান্ত। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৫.৮৫ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ২১ ডিসেম্বর ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। আইএল টি-টোয়েন্টির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গতকাল সাকিব বলেন, ‘আমার ভেতর ক্ষুধাটা এখনও রয়েছে। তা না হলে ক্রিকেট চালিয়ে যেতাম না। এখনো খেলাটা অনেক ভালোবাসি। ব্যাটাররা ম্যাচ তৈরি করলেও ম্যাচ জেতানোর দায়িত্বটা বোলারদের নিতে হয়। বোলিং ভালো না হলে অনেক ভালো ব্যাটিং করেও লাভ নেই। বোলিংটাও তাই অনেক গুরুত্বপূর্ণ।’

https://waveseller.com/

আইএল টি-টোয়েন্টিতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে সাকিবের এমআই এমিরেটস খেলেছে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে। এই ম্যাচে এমআই এমিরেটস ২০ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া দুবাই ক্যাপিটালস যে ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান করেছে, তাতে সাকিবের কিপ্টে বোলিংয়ের অবদান অনেক বেশি। ৪ ওভারে ১১ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব। ছন্দে থাকা দুবাই ক্যাপিটালসের ব্যাটার শায়ান জাহাঙ্গীরকে (১৭) ফিরিয়েছেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ১৫টা ডট বল দিয়েছেন। কোনো চার-ছক্কা হজম করেননি।

https://waveseller.com/

মন্তব্য 1

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
Avatar
Administrator

আরো ভালো খেলতে হবে।

3 weeks ago
সম্পর্কিত খবর