এইমাত্র
রুমানা ইসলাম
প্রকাশ: 16 Mar, 2025 06:10 AM
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও নাগরিকত্ব কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিন কার্ডধারীরা অনির্দিষ্টকাল Residency বজায় রাখতে চাইলে দেশত্যাগের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের সীমা মেনে চলতে হবে। বেশিদিন অনুপস্থিতি থাকা অথবা পাঁচ বছরের বেশি সময়ে পুনরায় প্রবেশ না করার ক্ষেত্রে কার্ড বাতিল হওয়ার ঝুঁকি থাকে। ভিপি জে ডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রশাসন এই নীতি চালু করে যাতে দেশীয় নিরাপত্তা ও অভিবাসন নিয়মাবলী কঠোরভাবে পালন করা হয়।
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!