এইমাত্র
তাহসিন আলম
প্রকাশ: 20 Apr, 2025 08:10 AM
সংযুক্ত বীমসটেক সম্মেলনে চীনের হস্তক্ষেপে রংপুর বিভাগে নির্মাণাধীন এক হাজার শয্যার আধুনিক বিশেষায়িত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি স্মরণে চীনের উপহার স্বরূপ স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি ঘোষণা করা হয়। উত্তরবঙ্গবাসীরা আশা করে, এই হাসপাতাল নতুন যুগের চিকিৎসা পরিষেবা চালু করবে, যেখানে জটিল অস্ত্রোপচার, ক্যান্সার থেরাপি ও আইসিইউ সুবিধা থাকবে। স্থানীয় নেতারা বলেন, “এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন, যা বাস্তবে রূপ নিয়েছে।”
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!