এইমাত্র
সাদিয়া জাহান
প্রকাশ: 02 Apr, 2025 08:10 AM
যুক্তরাষ্ট্রের আন্তঃমন্ত্রণালয়ী বাণিজ্য নীতি বোর্ডের সদস্য ব্রায়ান লেভিট আজ জানিয়েছেন, “আমরা ভারত যে পরিমাণ আমদানি শুল্ক আরোপ করেছে, তার সমান প্রবল রিসিপ্রোকাল শুল্ক আরোপে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত এগিয়ে যাব।” ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য শুল্ক বৃদ্ধি বিশ্ববাণিজ্য চুক্তি এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মকানুনের আলোকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ কমিয়ে আনতে পারে বলে বিশ্লেষকেরা উল্লেখ করেছেন। কৃষি, প্রযুক্তি ও অটোমোবাইল খাতের আমদানি কেন্দ্রিক এই পরিকল্পনা আন্তর্জাতিক বাজারে জটিল প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যার প্রভাব গ্লোবাল সাপ্লাই চেইন থেকে শুরু করে স্থানীয় শিল্প-উৎপাদন সবকিছুতে পড়বে।
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!