এইমাত্র
সালাহউদ্দিন ইমন
প্রকাশ: 14 Jun, 2025 10:10 AM
ঈদের ছুটি শেষে কাজের স্থলে ফেরার তৎপরতায় পাবনার কাজীরহাট-আরিচা নৌরুটে যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। বিকেল হতেই যাত্রীদের ভিড়, অনেকেই পৌনে টিকেট না পেয়ে অপেক্ষা করছেন। গরমের তীব্র রোদ ও আর্দ্রতাজনিত অসুবিধায় যাত্রীরা অতিষ্ঠ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত ফেরি চালু করে সমস্যার আংশিক সমাধান করতে চেষ্টা করেছে। বন্দরের আশপাশেই ভ্রমণ যাতায়াত নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়।
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!