মেনু
জীবনযাপন

মগবাজার রেললাইনে বাস, অল্পে রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

রুমানা ইসলাম

প্রকাশ: 19 Apr, 2025 02:10 PM
মগবাজার রেললাইনে বাস, অল্পে রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

রাজধানীর মগবাজার রেলগেটে মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকাগামী এভারকেয়ার পরিবহনের একটি বাস ট্রেনে ধাক্কা মেরে আটকে যায়। বাসে থাকা প্রায় অর্ধশতাধিক যাত্রী মুহূর্তে আতঙ্কিত হয়ে বাসের জানালা দিয়ে লাফিয়ে নামেন। স্থানীয় রেলকর্মীরা দ্রুত সিগন্যাল বন্ধ করে ট্রেন থামানোর ব্যবস্থা করেন, যাতে কোনো প্রাণহানি না ঘটে। উভয় বাহিনী বাস থেকে যাত্রী নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং বাসটি নির্মূল করে লাইনে যান চলাচল স্বাভাবিক করতে মেরামতি দলের যোগাযোগ করা হয়।

মন্তব্য 0

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।

এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!

সম্পর্কিত খবর