মেনু
বিনোদন

যশোরে ট্রেন লাইনচ্যুত, ২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

মোহনা মির্জা

প্রকাশ: 15 Apr, 2025 08:10 AM
যশোরে ট্রেন লাইনচ্যুত, ২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

যশোর রেলওয়ে জংশনের কাছে একটি কমিউটার ট্রেন আজ ভোরে লাইনচ্যুত হওয়ায় দুই ঘণ্টার জন্য সারাদেশের রেল যোগাযোগ ব্যাহত হয়। দ্রুত উদ্ধারকারী দল এসে ট্রেন সরিয়ে নেয় এবং মেরামতির কাজ শেষ করে ১০টার দিকে নটর বেশাল থাকাকালীন লাইন খুলে দেওয়া হয়। ফলে গুলো ফাঁকা হয়ে যাওয়ায় বাকী ট্রেনগুলো আগের সময়সূচিতে লাইনচালু হয়। যাত্রীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার ও মেরামতকার্যে জরুরি টিম মোতায়েন করেছিল।

মন্তব্য 0

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।

এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!

সম্পর্কিত খবর