এইমাত্র
মেহেদি হাসান
প্রকাশ: 15 Apr, 2025 06:10 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাঙ্গণ থেকে বের হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার র্যালি আজ বেলা ১০টা ৩০ মিনিটে সেখানে ফিরে এসে শেষ হয়। প্রায় দু’ঘন্টা সময় ধরে চলা র্যালিতে অগনিত তরুণ-তরুণী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নিয়ে নকশা-কাঠামোয় মোহিত হন দর্শকরা। সিঁদুরের বামনে, রঙিন পোষাক-আচরণে আবৃত পুরো পথ লোকরেখায় রূপায়িত ছিল উৎসবমুখর পরিবেশে। প্রশাসন শোভাযাত্রা নিরাপদে শেষ করতে সার্বক্ষণিক টহল চালিয়েছে।
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!