এইমাত্র
শাবনূর করিম
প্রকাশ: 10 Apr, 2025 08:10 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পাশাপাশি বাংলাদেশের ওপর আমদানিতে আরোপিত পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই সিদ্ধান্ত আমাদের অর্থনীতির স্বস্তি বয়ে আনবে এবং আমদানিকারকদের তরলতা পুনরায় নিশ্চিত করবে।” তিনি যুক্তরাষ্ট্রের এই উদার পদক্ষেপে পরকালীন শুল্ক-নীতি পুনর্বিবেচনার আহ্বানও জানান, যাতে ব্যবসায় গতি ফিরে পায় এবং আমদানি-রপ্তানি ভারসাম্য বজায় থাকে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ও ট্রাম্পের ‘কূটনৈতিক সদিচ্ছা’কে স্বাগত জানান।
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!