এইমাত্র
ইমরান হোসেন
প্রকাশ: 10 Apr, 2025 12:10 PM
১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা স্মরণ করে বুধবার ঢাকায় অনুষ্ঠিত এক স্মরণসভায় ভাষণ দিতে গিয়ে নোবেলজয়ী অর্থনীতিশাস্ত্রে বিশেষজ্ঞ অধ্যাপক মুহাম্মদ ইউনূস আবেগে ফেটে পড়েন এবং চোখের জল আটকালেন না। তিনি মানবিক বিপর্যয়ের সেই দুঃখের দিনগুলোর বর্ণনা দিতে বলতে শুরু করলে অতন্দ্র প্রজন্মকেও খাবারের জন্য হাহাকার করতে শুনে শোনান- “তখন মানুষের তারিখ ভুল, ঘুম ভেঙে রাত জাগা, আর ক্ষুধার যন্ত্রণা ভুলবার মতো নয়।” সভা শেষে তিনি দাতব্য সংস্থার মাধ্যমে দুর্ভিক্ষকালীন স্মৃতি রেকর্ড করার উদ্যোগও ঘোষণা করেন।
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!