এইমাত্র
আলী আশরাফ
প্রকাশ: 08 Apr, 2025 12:10 PM
হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সোমবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গণে মিডিয়ার সামনে আবেগমিশ্রিত কণ্ঠে বলেন, “আমি বিচারিক বৈষম্যের শিকার হচ্ছি। অপরপক্ষের ছয়টি হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবের হোসেন চৌধুরী, অথচ ৩২৩ ধারার মামলায় আমাকে পাঁচ মাস ধরে জামিন দেয়া হচ্ছে না।” তিনি অভিযোগ করেন বিচারিক কর্মকর্তারা পক্ষপাতিত্ব করছেন; ন্যায়ের পথে ফিরে আসার জন্য তিনি দ্রুত উচ্চ আদালতে জামিন পেতে চান।
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!