মেনু
বিনোদন

শোলাকিয়ায় ৬ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত

জিন্নাত আরা

প্রকাশ: 01 Apr, 2025 08:10 AM
শোলাকিয়ায় ৬ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত

কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া ঈদগাহ মাঠে আয়োজিত ১৯৮তম সম্মিলিত জামাতে আজ সকাল ১০টায় মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ-এর নেতৃত্বে ছয় লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ ঈদ জামাত হিসেবে স্বীকৃত। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজনের উপস্থিতি দেখতে ভিড় ছিল বিশাল, মাঠ জুড়ে ফুটে উঠেছিল শৃঙ্খলা ও একাত্মতার অনুভূতি। জামাতের পর পশু কোরবানি, দোয়া এবং মিলাদ মাহফিলের মাধ্যমে সামাজিক বন্ধন ও মানবিক দৃষ্টি উদযাপিত হয়। প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা টিম মোতায়েন করা ছিল, যা উদযাপনকে অনায়াস এল্প করেছে।

মন্তব্য 0

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।

এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!

সম্পর্কিত খবর