এইমাত্র
আব্দুল্লাহ আল নোমান
প্রকাশ: 31 May, 2025 10:10 PMজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের দুই সহযোগী অধ্যাপকের ব্যাপক গবেষণা চুরি ও প্রবন্ধ নকলের অভিযোগ থাকা সত্ত্বেও পরপর বোর্ড সভায় পদোন্নতির সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত শনিবার আয়োজিত বৈঠকে বিষয়টি দ্রুত সমাধানের পরিবর্তে সংশ্লিষ্টদের প্রথমে শুন ও পরে পদোন্নতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক এবং একাডেমিক সমিতি ক্ষোভ প্রকাশ করে, নৈতিকতা ও একাডেমিক সততা রক্ষা না করলে দীর্ঘমেয়াদে শিক্ষা খাতের মান হ্রাস পাবে বলে দাবি করেছে।
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!