এইমাত্র
সাদিয়া জাহান
প্রকাশ: 28 May, 2025 10:10 PMঈদুল আজহার ছুটিকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে ঘোষণা করেছে, ফেস্টিভ সিজনে যাত্রীর চাপ বিবেচনা করে ট্রেনগুলিতে ১০ দিন আগে ও পরে মোট ২০ দিন কোনো সেলুনকার (আয়েশী কোচ) সংযোজন করা হবে না। মেয়াদকালীন লেনদেনে যাতে অতিরিক্ত চাপ না পড়ে এবং নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা যায়, সেই উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের মূল কোচে সিট সুনির্দিষ্ট করতে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও ঘোষণা করা হয়েছে।
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!