এইমাত্র
মেহেদি হাসান
প্রকাশ: 27 May, 2025 12:10 AM
গত বছরের মতো এবারও ঈদ বিশেষ নাটক হিসেবে ‘আশিকি’ আনার ঘোষণা দিয়েছে সিএমভি প্রযোজনা। এতে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয় অভিনেতা জাভেদ ও নীহার। গল্পের সূত্রপাত গ্রাম্য পটভূমিতে, যেখানে দুই ভিন্ন পরিচয়ের মানুষ প্রেমে মগ্ন হন। ঈদের বিশেষ পর্বে প্রচারিত হবে নাটকের প্রথম পর্ব, পরবর্তী পর্বগুলো সপ্তাহব্যাপী টিভি চ্যানেলে দেখা যাবে। নির্মাতা জানিয়েছেন, নির্মাণে ব্যয় হয়েছে অ্যানিমেটেড গ্রাফিক্স, সৃজনশীল গান এবং বিবর্ণ প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে ঈদের আবেগ ফুটিয়ে তোলা হয়েছে।
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!