এইমাত্র
নাজমুল হাসান
প্রকাশ: 25 May, 2025 10:10 PMকোরবানির ঈদ অনুষ্ঠিত হতে আর কয়েকদিন বাকি, তাই কিশোরগঞ্জের খামারিরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খামারের পশুদের শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ফিডিং থেকে গোসল করানো, গরু-ছাগলদের ঘাম মুছানো, শস্যাচার ব্যবস্থা ও পুষ্টিকর খাবার জোগাড় করা হচ্ছে। ব্যবসায়ীরা দেশি জাতের গরু ছাড়াও ব্রাহ্মা, ফ্রিজিয়ান, শাহী ওয়াল ইত্যাদি বিদেশি প্রজাতির পশু রাখছেন। এই ধরনের নতুন প্রজন্মের খামারের ব্যাপক চাহিদা মেটাতে খামারিরা সারা বছর প্রস্তুতি নিচ্ছেন।
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!