এইমাত্র
জিন্নাত আরা
প্রকাশ: 24 Apr, 2025 08:10 AM
পঞ্চাশোর্ধ্ব জরিনা বেগম, যিনি বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুরের এক চিলতে ঘরে বসবাস করেন, বহু প্রতিকূলতা অতিক্রম করে জীবনযুদ্ধে অনবদ্য সাহস দেখিয়েছেন। কষ্টার্জিত শ্রমের পেছনে প্রেমময় নতুন অধ্যায় রয়েছে—একজন আসল সংগ্রামী নারী হিসেবে তিনি শিক্ষা, সামাজিক সম্মান ও অর্থনৈতিক স্বাধীনতার প্রতিশ্রুতি পূর্ণ করতে জীবন বাজি রেখেছেন। ছোটবেলায় কঠোর পরিশ্রম, পরবর্তীতে পারিবারিক স্বামীর নির্যাতনসহ ট্র্যাজিক পর্যায় পেরিয়ে একাকে সংগ্রাম সঙ্গী করেছেন। এখন তিনি স্থানীয় গির্জা প্রকল্পে স্বেচ্ছাসেবিকা হিসেবে কাজ করেন এবং দরিদ্র শিশুদের শিক্ষামূলক সামগ্রী যোগান দেন।
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!