এইমাত্র
তানজিল আহমেদ
প্রকাশ: 17 Apr, 2025 10:10 AM
ফেনী রেলস্টেশন সংলগ্ন ক্রসিং এলাকায় বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কারিগরি প্রশিক্ষণার্থী একদল এলাকাবাসী সড়ক ও রেল বন্ধ করে রাখে। তারা দীর্ঘদিন ধরে তাদের পুরনো দাবি বাস্তবায়ন না হওয়ায় রেলপথে বিক্ষোভ করেন। এর ফলে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা স্টেশনে দাঁড়িয়েছিল এবং ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন ৪৫ মিনিট বিলম্বিত হয়। উভয় ট্রেনে আটকা পড়া শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়ে। ফেনী থানার পুলিশ পরে মুকাবিলায় এসে পরিস্থিতি দমনের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য 0
এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!