মেনু
পরিবেশ

রাস্তা বন্ধ করে গাছ রোপন, বেড়া টপকে পারাপার

নাজমুল হাসান

প্রকাশ: 14 Apr, 2025 06:10 AM
রাস্তা বন্ধ করে গাছ রোপন, বেড়া টপকে পারাপার

রংপুরের মিঠাপুকুরের একটি অভ্যন্তরীণ পাকা রাস্তা সম্প্রতি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয় এক মর্যাদাশালী পরিবারের সদস্যরা। অভিযোগ উঠেছে, তারা রাস্তাটিতে আম গাছসহ বিভিন্ন গাছ রোপণ করে প্রতিবেশীদের পারাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ রাস্তা দিয়ে বিদ্যালয়, বাজার ও স্বাস্থ্য কেন্দ্রের যাতায়াতের মূল পথ। জায়গাটি যদিও বাগিচা উন্মুক্ত, তবুও দুর্ভোগে পড়ে এলাকার সব প্রতিবেশী। স্থানীয় প্রশাসন এখন বেড়া অপসারণ ও রাস্তা উদ্ধার করতে ইতিমধ্যে প্রয়োজনীয় আইনি নোটিশ দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

মন্তব্য 0

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।

এখনো কোনো মন্তব্য নেই—প্রথম মন্তব্যকারী হোন!

সম্পর্কিত খবর